2224
Published on এপ্রিল 22, 2020চাঁদপুরের হাজীগঞ্জে ৯০০ কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন। লকডাউনের কারণে যাদের কাজ করা বন্ধ হয়ে গেছে এমন পরিবারগুলোর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা প্রাদুর্ভাব ও আসন্ন মাহে রমজানকে সামনে রেখে রোটারী ক্লাব অব ঢাকা প্যাসিফিক এবং সেভ দ্যা হিউম্যানিটির সহযোগিতায় হাজীগঞ্জ ও শাহরাস্তি দুই উপজেলায় কর্মহীন ৫ শতাধিক পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, আইইবির ভাইস-প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের উদ্যোগে এর আগেও দুই উপজেলায় (হাজীগঞ্জ-শাহরাস্তি) ৪০০ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কাজে সহযোগিতা করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে কাজ করছেন। তিনি দেশের এই দুর্যোগকালীন সকল কর্মহীনসহ সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। আমি এই এলাকার সন্তান, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে তারা একটু ভরসা পাবেন যে, তারা এই লড়াইয়ে একা নন।