2356
Published on এপ্রিল 22, 2020রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার ধানকাটা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ধান কাটতে দেশের বিভিন্ন স্থানে যেতে ইচ্ছুক শ্রমিকদের নগদ অর্থ সহায়তা দিচ্ছেন তিনি।
আজ মঙ্গলবার বাঘার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজ সরকার প্রতিমন্ত্রীর পক্ষে শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ করেন।
জানা গেছে, করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়েছেন বাঘা চারঘাটের বহু শ্রমিক। তারা ধান কাটার মৌসুমে নাটোর ও নওগার বিভিন্ন উপজেলায় গিয়ে কাজ করে থাকেন। করোনার কারণে যানবাহন বন্ধ থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধান কাটা শ্রমিকদের বিভিন্ন জেলায় যাতায়াতের অনুমতি দিচ্ছে প্রশাসন। তবে অর্থকষ্টে থাকা শ্রমিকরা যানবাহনের খরচ জোগাতে পারছেন না। এমন অবস্থায় তাদের অর্থসহযোগিতা করছেন শাহরিয়ার আলম।
বাঘার পাকুড়িয়া ইউনিয়নের ধান কাটতে যাওয়া শ্রমিকদের স্থানীয় সংসদ সদস্যের পক্ষে নগদ অর্থ তুলে দেন ইউনিয়নটির চেয়ারম্যান মেরাজ সরকার। বাঘা উপজেলা প্রশাসন কর্তৃক অনুমতি প্রাপ্ত শ্রমিকদের ৫১ গ্রুপকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এখনও শ্রমিকদের ৪৭ গ্রুপের অনুমতির কাজগপত্র প্রক্রিয়াধীন আছে। অনুমতি পাওয়ার পর তাদেরও সমভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা পরিস্থিতির মধ্যে ধান কাটতে যাওয়া শ্রমিকদের যাতায়াত সুবিধার জন্য শ্রমিকদের ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিখিত অনুমতি দেওয়া হচ্ছে। যেন শ্রমিকরা যাতায়াতকালে রাস্তায় বাধার সম্মুখীন না হন।