দেবিদ্বারে ৩৮০ টি দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার

691

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়িতে ৩৮০ টি পরিবারের মাঝে চাল, সয়াবিন তৈল, ডাল, আটা, পেয়াজ বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যায় ৩৮০জন অসহায় দুস্থ ও নি¤œ আয়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগেরে সাধারণ সম্পাদক মো. শামীম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় প্রভাষক সাইফুল ইসলাম শামীম বলেন, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনা এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও তাঁর নিজস্ব তহবিল থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা খাদ্য সামগ্রী প্যাকেটজাত প্রক্রিয়ার কাজ চলছে। কয়েকদিনের মধ্যে এ প্যাকেটজাত প্রক্রিয়া শেষ হলে প্রায় উপজেলার ২০ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

সংসদ সদস্য রাজী ফখরুল বলেন, মরণঘাতি করোনা ভাইরাসের কারণে গ্রামের অসহায় গরীব শ্রেনীর মানুষজন কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকে লোক লজ্জায় কিছু চাইতে পারছেনা। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী উপহার দেয়া অব্যাহত রেখেছি। করোনার প্রকোপে কোন মানুষকে এক বেলাও না খেয়ে থাকতে দেয়া হবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে জনসাধরণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখার উৎসাহ উদ্দীপনা দিয়ে মানুষরে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে আমার নেতা কর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত