ভোলা সদরে আরো ৭০০০ পরিবারে সহায়তা দিলেন তোফায়েল আহমেদ

1797

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

ভোলা সদর উপজেলার ৭ হাজার দরিদ্র পরিবারের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে তেল, লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

টেলিকনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্য উদ্বোধনকালে তিনি বলেন ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষদের সাহায্য করা হচ্ছে। এদের কোনো দল নেই। ঘরে থাকা কর্মহীন দরিদ্ররা ত্রাণ পাবেন। দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বণ্টন না করে।

এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে কেউ যেন কষ্ট না পায়। করোনা একটি বিশ্ব মহামারী। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আল্লাহর রহমতে এখনও পরিস্থিতি ভালো আছে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ।

এর আগেও তোফায়েল আহমেদের নিজস্ব অর্থায়নে সাড়ে ৫ হাজার পরিবারের ঘরে ঘরে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়ে ছিল। ১০ দিন পর দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৭ হাজার পরিবারের মাঝে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত