1222
Published on এপ্রিল 21, 2020ঝালকাঠিতে ৩০০ প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১২টায় শহরের প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। যেসব শিক্ষার্থীরা আসতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি ডাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার ব্যানার্জী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ এবং প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারকে উপহার দেওয়া হয়েছে। সরকার চাইছে কোনো মানুষ যেন অভুক্ত থাকে না। আমরা সব ধরনের মানুষকে সহযোগিতা করে আসছি।
এসময় কাজ ছাড়া ঘর থেকে কাউকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক।