1783
Published on এপ্রিল 21, 2020করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে চাঁদপুর উত্তর মতলবের খান পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহায়তা করা হয়।
ধারাবহিক সহায়তার অংশ হিসেবে ২১ শে এপ্রিল মঙ্গলবার ঢাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, লাল কুঠির এবং চাঁদপুর মতলব, উত্তর-দক্ষিণ থানার পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্সসহ মেডিকেল কর্মী ও উপজেলা চেয়ারম্যান, মেম্বারদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রীসহ ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খান পরিবারের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার ভাইস -চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফলের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। এই খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আগামীতে এই সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে।