৩ করোনা রোগীর পরিবারের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

846

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ করোনা রোগীর পরিবারের যাবতীয় খাদ্য সহায়তার দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রুয়েল। মঙ্গলবার সকালে তিনি এ খাদ্য সহায়তা প্রদানের ঘোষণা দেন। এর আগে সোমবার (২০ এপ্রিল) বানিয়াচংয়ে প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হন।

জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই আওয়ামীলীগের প্রয়াত সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদের পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন।

এছাড়া এলাকা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও তিনি এলাকায় কাজ করে চলেছেন। সোমবার বানিয়াচংয়ে ৩ জন করোনা শনাক্তের পর তাদের নেয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে। এতে চরম দুর্দশার মধ্যে পড়ে তাদের পরিবার। বিষয়টি জানার পর রুয়ের তাদের খাদ্য সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত