846
Published on এপ্রিল 21, 2020হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ করোনা রোগীর পরিবারের যাবতীয় খাদ্য সহায়তার দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রুয়েল। মঙ্গলবার সকালে তিনি এ খাদ্য সহায়তা প্রদানের ঘোষণা দেন। এর আগে সোমবার (২০ এপ্রিল) বানিয়াচংয়ে প্রথম ৩ জন করোনা রোগী শনাক্ত হন।
জানা যায়, করোনা পরিস্থিতির শুরু থেকেই আওয়ামীলীগের প্রয়াত সংসদ সদস্য শরীফ উদ্দিন আহমেদের পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা প্রদান করে আসছেন।
এছাড়া এলাকা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও তিনি এলাকায় কাজ করে চলেছেন। সোমবার বানিয়াচংয়ে ৩ জন করোনা শনাক্তের পর তাদের নেয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে। এতে চরম দুর্দশার মধ্যে পড়ে তাদের পরিবার। বিষয়টি জানার পর রুয়ের তাদের খাদ্য সহায়তা প্রদানের নিশ্চয়তা দেন।