2122
Published on এপ্রিল 21, 2020করোনাভাইরাস সংক্রমেণর জন্য সবকিছু বন্ধ থাকায় বেকার হয়ে পড়া নিম্ন আয়ের ও দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন নাটোর-৪ এর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
প্রথম ধাপে তাঁর নির্বাচনী এলাকা গুরুদাসপুর-বড়াইগ্রামের ২ হাজার ২শ' জনকে ভ্যান চালককে খাদ্য সহায়তা দিয়েছেন। দ্বিতীয় ধাপে গুরুদাসপুরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিম্ন আয়ের ৭ হাজার মানুষের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। তৃতীয় ধাপে বড়াইগ্রামে উপজেলার ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ৮ হাজার মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন।
এছাড়াও নিজ অর্থায়নে চিকিৎসকদের সুরক্ষার জন্য নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬টি ইউনিয়নের কর্তব্যরত চিকিৎসকদের মাঝে ৪৯টি পিপিই বিতরণ করেছেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।