1280
Published on এপ্রিল 21, 2020দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু স্তব্ধ হয়ে যাইনি প্রকৃতির নীতি-রীতি। সবুজ আবরণ ভেদ করে সোনালী আলোয় মাঠে শোভা পাচ্ছে কৃষকের সোনালী ফসল ধান। ঘরে তুলতে হবে উক্ত ধান; কিন্তু শ্রমিক সংকট থাকায় কৃষকের হতাশা ঘুচাতে স্বেচ্ছাশ্রমে ধান কেটে মাড়াই করে বস্তাবন্দী করে ঘুরে তুলে দিচ্ছেন কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা ১০টায় ফরহাদ আহমেদ ফকিরের নেতৃত্বে উপজেলার আলীরগাঁও গ্রামের এক কৃষকের ২ বিঘা জমির ধান কাটা হয়। এর আগে রবিবার ও সোমবার উপজেলার বলরামপুর গ্রামের এক কৃষকের আরও ২ বিঘা জমির ধান ঘরে তুলে দেওয়া হয়। এদিকে লকডাউনে থাকা মানুষের মাঝে হটলাইনের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যও ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ জায়গায় ধানে সোনালী বর্ণ ধারণ করেছে। তাই উক্ত শ্রমিক সংকটে যাতে কৃষক তার ফসল তুলতে বাধাগ্রস্ত না হয় সেদিকটি বিবেচনা করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকিরের নেতৃত্বে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, আওয়ামী লীগ মানুষের সেবা করায় বিশ্বাসী। আর আওয়ামীলীগের অতিগুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রলীগ। দেশের এ দুর্যোগ মুহূর্তে তিতাস উপজেলা ছাত্রলীগ যে পরিশ্রম করে যাচ্ছে তা রাজনীতি অঙ্গনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু করোনা পরিস্থিতি নয়; তিতাসবাসীর যে কোন দুর্যোগ মুহূর্তে কল্যাণে ছাত্রলীগ এগিয়ে আসবে।
সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক