কেরানিগঞ্জে দেড় হাজার পরিবারকে সহায়তা দিলেন আওয়ামী লীগ নেতারা

1138

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

জনসংখ্যার বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন। স্থানীয় মানুষ ছাড়াও এখানে ব্যবসা বা কাজের সূত্রে বাইরের অনেক মানুষও বাস করে। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় এখানকার নিম্ন আয়ের ও কর্মহীন মানুষেরা বিপদে পড়েছেন।

এই ইউনিয়নে দেড় হাজার পরিবারকে জরুরী খাদ্য সহায়তা দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাইয়ুম ভান্ডারি,শুভাঢ্যা ইউপি সদস্য ওহেদুজ্জামানসহ স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাদের নিজের অর্থায়নে এই সাহায্য দেয়া হয়।

সমগ্র কেরানীগঞ্জে ৫০ হাজার পরিবারের জন্য দুই দফা খাদ্য সহায়তা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুই একদিনের মধ্যে আরো ৩০ হাজার পরিবার এই খাদ্য সহায়তা পাবে।

বিপদের এই সময়ে মানুষের পাশে থাকার জন্য স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ নিজ দলের নেতা-কর্মী এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন। তাঁর আহবানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতারা নিজ নিজ এলাকায় এই জরুরী খাদ্য সহায়তা কার্যক্রম চালাচ্ছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত