1154
Published on এপ্রিল 21, 2020নিম্নবিত্তের মানুষদের জন্য যশোর সদর (যশোর-৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় রবিবারও (১৯ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে তার পক্ষে করোনা সংকটে থাকা মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
সকালে যশোর জিলা পরিষদের সামনে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। এরপর শহরের চাঁচড়া ডাল মিলের সামনে, বেজপাড়া এবং শেখ হাসিনা সফটওয়্যার পার্কের সামনে করোনা সংকটে থাকা মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, কাউন্সিলর মকসিমুল বারি অপু, কাউন্সিলর সন্তোষ দত্ত, আওয়ামী লীগনেতা কামাল হোসেন, লুৎফুল কবির বিজু, আবু মুসা মধু প্রমুখ।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে যশোর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও এই সহায়তা কর্মসূচি শুরু হয়েছে।