1136
Published on এপ্রিল 21, 2020বরোধানের বাম্পার ফলন হয়েছে দেশে। কৃষকের বহু কষ্টে ফলানো সোনার ফসলে ভরে গেছে সারা দেশের মাঠ। পাকা ধান ঘরে তোলার সময় হয়ে গেছে। এমন সময় দেশে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য সব কিছু বন্ধ রয়েছে। ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছেনা। কৃষক যদি এই ধান ঘরে তুলতে না পারে তাহলে কৃষকের যেমন অনেক বড় ক্ষতি হবে তেমনি দেশও পড়বে খাদ্য সংকটে। কিন্তু মাঠজুড়ে কৃষকের এই সোনার ফসল তো আর পড়ে থাকতে পারেনা।
কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষকের সাথে মাঠে নেমে পড়েছে ছাত্রলীগ। হওর অঞ্চলের প্রধান কৃষিপণ্য ধান কাটতে গত ১২দিন ধরে মাঠে কাজ করছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
কিশোরগঞ্জের ইটনা-মিঠামাইন উপজেলার ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা মাঠে কৃষকের ধান কেটে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তারুণ্যের ধর্ম বিপদে-আপদে, সংকটে-দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানো তা আবারো প্রমাণ করলো বাংলাদেশ ছাত্রলীগ।