মাগুরায় পৌর কমিশনারের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

1068

Published on এপ্রিল 21, 2020
  • Details Image

মাগুরার ৪নং ওয়ার্ডের কমিশনার মকবুল হাসান মাকুল নিজস্ব অর্থায়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ও মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি শহরের তাঁতীপাড়া,সাতদোহাপাড়া ও সর্দার পাড়ায় পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

চাউল, তেল, ডাল, আটা ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে মিলি খাতুন জানান, অসুস্থ স্বামী রিক্সা চালিয়ে কোন রকম খেয়ে চলতো সংসার। আজ ৫ দিন তিনি বেশী অসুস্থ থাকায় রিক্সা নিয়ে বেরোতে পারিনা। ছোট বাচ্চা নিযে নিজেও ঘর থেকে বেরইনা। গত দুই দিন শুধু চাউল আর একটা আলু ভাতে দিয়ে কোন রকম খাচ্ছি। গত রাতে সব কিছু ফুরায়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে ভাবছি কি করবো ভাড়া থাকি কাউকে তেমন চিনিও না । হঠাৎ এক ব্যাক্তি ১০ কেজি চাউল ২ কেজি ডাউল, ২ কেজি তেল, ২ কোজ তেল, ৫ কেজি আলু ২ কেজি আটাসহ লবন, হলুদসহ রান্নার সামগ্রী দিয়ে পরিচয় না দিয়েই চলে গেল। পরে জানতে পারলাম উনি পৌর কমিশনার মাকবুল হাসান মাকূল ভাই। আল্লাই মনে হয় উনাকে পাঠাইছে নইলে ছোট বাচ্চা অসুস্থ স্বামী নিয়ে না খেয়ে মরতে হতো। 

এ বিষয়ে জানতে চাইলে পৌর কমিশনার মাকবুল হাসান মাকুল জানান, এগুলো নিজেস্ব অর্থায়নে কর্মহীন মানুষের জন্য নিঃশ্বার্থে দিয়ে যাচ্ছি নাম কেনার জন্য নয়। তিনি আরোও জানান, আমার এলাকায় যাতে কেউ অভুক্ত অবস্থায় না থাকে আমার এ কর্মসূচি চালু রেখে আমি তাদের মুখে অন্য তুলে দেবার যথা সাধ্য চেষ্টা করবো।

তাছাড়া আমাদের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর নিয়মিতই এলাকার মানুষের পর্যাপ্ত সহযোগিতা করছেন সাধারন মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তিনি জানিয়েছেন কোন মানুষ যেন না খাইয়ে কষ্ট না পায়। আমি তাদের জন্য আছি কেউ খাদ্য সংকটে পড়লে আমার মোবাইল নম্বর সবার কাছে পৌছে দেবেন কর্মহীন মানুষ ইচ্ছা করলে সরাসরি আমার কাছে ফোন করতে পারবেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত