করোনা প্রাদুর্ভাবে মানিকগঞ্জের সাধারণ মানুষের পাশে পৌর কাউন্সিলর

1363

Published on এপ্রিল 21, 2020
  • Details Image
  • Details Image

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জনপ্রতিনিধি ও ব্যক্তিগত পর্যায়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত লোকজনও। এদিকে শহর-গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কাউন্সিলর সুভাষ সরকার পৌর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কর্মহীন ও অসচ্ছল ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা প্রাদুর্ভাবের কারণে জেলা ব্রাহ্মণ সংসদ ও সংস্কৃতি শিল্পী সমাজের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সুভাষ সরকারের উদ্যোগে কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সিদ্দিকনগর দরবারে তাদের চাহিদা অনুযায়ী ৩২ প্যাকেট খাদ্যদ্রব্য সিদ্দিকনগর দরবার শরীফের খতিবের কাছে হস্তান্তর করেন। মানিকগঞ্জের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন। নববর্ষ উপলক্ষে বান্দুটিয়া স্কুল মাঠে অর্থহীন ও অসচ্ছল পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

মানিকগঞ্জের পৌর এলাকার ৪০০০ কর্মহীন দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিজ গাড়ীতে করে ওয়ার্ডে ওয়ার্ডে পৌচ্ছে দিচ্ছেন সুভাষ চন্দ্র সরকার। মানিকগঞ্জ পৌরসভার ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ডে প্রায় ৬৫০টি কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও পৌর এলাকার মাঝি সম্প্রদায়, হরিজন সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত