1606
Published on এপ্রিল 21, 2020করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবকিছু বন্ধ হয়ে আছে। এই সময় ঘরবন্দী অসহায় মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছেন যশোরের মনিরামপুরের উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
নামজা খানমের ব্যক্তিগত উদ্যোকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার দিনমজুর ও অসহায় মানুষদের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। তার বিতরণ করা এলাকাগুলোর মধ্যে রয়েছে ০১ নং রোহিতা ইউনিয়নে ২০০ পরিবার, ০২ নং কাশিমনগর ইউনিয়নে ২০০ পরিবার, ০৩ নং ভোজগাতি ইউনিয়নে ২৫০ পরিবার, ০৪ নং ঢাকুরিয়া ইউনিয়নে ১৫০ পরিবার, ০৫ নং হরিদাসকাঠি ৩৫০ পরিবার, ০৬ নং মণিরামপুর ইউনিয়নে ১০০ পরিবার, ০৭ নং খেদাপাড়া ইউনিয়নে ২০০ পরিবার, ০৮ নং হরিহর নগর ইউনিয়নে ১৫০ পরিবার, ০৯ নং ঝাঁপা ইউনিয়নে ২০০ পরিবার, ১০ নং মশ্বিমনগর ইউনিয়নে ১৫০ পরিবার, ১১ নং চালুয়াহাটি ইউনিয়নে ১০০ পরিবার, ১২ নং শ্যামকুড় ইউনিয়নে ১০০ পরিবার, ১৩ নং খানপুর ইউনিয়নে ৩০০ পরিবার, ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নে ১৫০ পরিবার, ১৫ নং কুলটিয়া ইউনিয়নে ৫০ পরিবার, ১৬ নং নেহালপুর ইউনিয়নে ১০০ পরিবার, ১৭ নং মনোহরপুর ইউনিয়নে ১৫০ পরিবার, পৌর সভায় ৫০০ পরিবার।