1873
Published on এপ্রিল 20, 2020করোনাভাইরাসের কারণে ঘরবন্দী মানুষ দিন কাটাচ্ছেন অনিশ্চতায়। সারা বিশ্ব এখন এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। করছে বাংলাদেশও। ভাইরাসের সংক্রমন রোধে সারাদেশে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবকিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের ও দিনমজুররা পড়েছেন সবচেয়ে বিপদে। এই দুঃসময়ে কেরানীগঞ্জের নিম্ন আয়ের ও দিনমজুরদের কষ্ট লাঘব করতে ৫০ হাজার পরিবারের মাঝে এরই মধ্যে দুই দফায় লক্ষাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু)। চলছে তৃতীয় দফায় খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার জোর প্রস্তুতি। এমনও পরিবার রয়েছে যারা এই মুহূর্তে কারো কাছে সাহায্য চাইতেও পারেনা চক্ষুলজ্জার কারণে। এমন পরিবারের সদস্যদের তালিকা করতে নসরুল হামিদ বিপুর নির্দেশনায় এবার মাঠে নেমেছে ছাত্রলীগ।
প্রতিটি পাড়া-মহল্লায় ছাত্রলীগের সদস্যরা তালিকা প্রস্তুত করছেন কেউ যেন খাবারের কষ্ট না করে তার জন্য।
দুই দফায় এর আগে ৫০ হাজার মানুষের কাছে লক্ষাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল তৃতীয় দফায় আরো ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
কেরানীগঞ্জের মানুষের জন্য জরুরী খাদ্য সহায়তায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে প্রত্যক্ষভাবে সাহায্য করছেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ। আওয়ামী লীগসহ প্রতিটি সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছেন।