2813
Published on এপ্রিল 20, 2020করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
তার পক্ষ থেকে রাউজানের ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৩০ হাজার পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। পুরো রাউজানকে উত্তর ও দক্ষিণ দু’ভাগে ভাগ করে প্রাথমিকভাবে ১৪ হাজার নিম্ন আয়ের মানুষকে তার ব্যক্তিগত ত্রাণের আওতায় আনেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ৪ ফুট দূরে দূরে গহিরা কলেজ ও রাউজান কলেজ, রাবার বাগান স্টেডিয়ামসহ এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসা মাঠে ত্রাণের ব্যাগ রেখে নিম্ন আয়ের মানুষকে বন্টন করে দিয়েছেন। বিনামূল্যে গ্রামে গ্রামে ভ্যানে করে সবজি পাঠিয়েছেন।
এ ছাড়া সারা রাউজানজুড়ে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাউজানের মুন্সির ঘাটা চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ফজলে করিম চৌধুলী। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে, ৭ নম্বর রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, ৮ নম্বর কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন প্রমুখ।