ফোন করলেই খাবার দিয়ে যাচ্ছে গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ

1146

Published on এপ্রিল 20, 2020

করোনা দুর্যোগে ফোন করলেই বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ।

ছাত্রলীগ নেতা রাশেদ খান সজল ও শাকিল ফকির আলোকিত নিউজকে বলেন, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের নির্দেশনায় কর্মহীন ও দরিদ্র মানুষের বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চার কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, এক কেজি আলু ও একটি করে সাবান।

তারা আরও বলেন, গ্রিন হেল্প ডেস্কের নাম্বারে ফোন করলেই টিমের সদস্যরা বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।

এরই মধ্যে ভবানীপুর, গুচ্ছগ্রাম, সিংদীঘিরপাড়, মনিপুর ও বানিয়ারচালা এলাকার প্রায় ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

যোগাযোগের নাম্বারগুলো হল ০১৩১২-৪১৫৯৯৯, ০১৯৬৫-৩৫৮৬৩৬, ০১৯১৭-৪৯৬৩৯০, ০১৭৩৭-২৯৪৪৩৬, ০১৯১১-৮৭৩৭১৯ ও ০১৬৭৬-৮৭০২১৩।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত