নরসিংদীতে কর্মহীন মানুষের পাশে জেলা যুবলীগ

2140

Published on এপ্রিল 20, 2020
  • Details Image
  • Details Image

সারাদেশে চলছে লকডাউন। আর এতে করে অনেক মধ্য ও নিম্নবিত্ত পরিবারের লোকজন কর্মহীন হয়ে পড়েছে। নরসিংদীতে এসব দরিদ্র-অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাড়িয়েছে জেলা আওয়ামী যুবলীগ।

প্রতি রাতেই নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে।

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সকল নেতাকর্মীর নিজস্ব অর্থায়নে নরসিংদীর প্রায় ১২০০ পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে প্রায় ৮ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে। বাকি পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার কাজ চলমান রয়েছে।

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে সকলে যেনো অসহায় পরিবারগুলোকে সহায়তায় এগিয়ে আগে। সেই নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে উপহারসামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই প্রতি রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৮ শত পরিবারের মাঝে উপহারসামগ্রী পৌছে দেয়া হয়েছে। বাকি পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে পৌছে দেয়া হচ্ছে। প্রয়োজনে সহায়তা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, ইতিপূ্র্বে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজের ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়েছিলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত