2149
Published on এপ্রিল 20, 2020করোনাভাইরাসের কারণে ঘরবন্দী মানুষ দিন কাটাচ্ছেন চরম অনিশ্চতায়। সারা বিশ্ব এখন এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর বাইরে না। চলনবিল অধ্যুষিত এলাকা নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম।
করোনাভাইরাসের প্রকোপে এখানেও মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে রয়েছে। সবচেয়ে বেশি সংকটে এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়, মৎস্যজীবী এবং খ্রিস্টান পল্লীর মানুষেরা।
কল্লোল ফাউন্ডেশন এই এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে অনেক আগে থেকেই ভূমিকা পালন করে আসছে। এর উদ্যোক্তা যুবমহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কোহলী কুদ্দুস মুক্তি। এবার তাঁর নেতৃত্বে প্রায় ১ হাজার খানেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, মৎস্যজীবী ও খ্রিস্টান পল্লীর মানুষের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেছে কল্লোল ফাউন্ডেশন।
দুই উপজেলার ৯টি গ্রামে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়। সামনের দিনে প্রয়োজনে এই কার্যক্রমের পরিধি আরো বাড়ানো হবে বলে কল্লোল ফাউন্ডেশন থেকে জানানো হয়।