কক্সবাজারের হোয়াইক্যং এ ২৫০ পরিবারে পৌঁছে গেলো ছাত্রলীগের 'ভালোবাসার উপহার'

2472

Published on এপ্রিল 20, 2020
  • Details Image

করোনা ফোর্স হোয়াইক্যং ইউনিয়নের সম্মিলিত প্রচেষ্টায় ২৫০ দরিদ্র পরিবারের জন্য “ভালোবাসার উপহার” বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিতরণ শেষে ফরহাদ মাহমুদ বলেন,”দেশের এই দূর্যোগে মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ৷ খাদ্য সংকটে ভুগছে হতদরিদ্ররা। তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই ইউনিয়নবাসীর জন্য ‘ভালবাসার উপহার’ নিয়ে হাজির হয়েছি’৷

আমরা এলাকায় যেসব দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যারা দিন মজুরী করে দিনে এনে দিনে খায় । প্রাণঘাতি করোনাভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আমি মনে করি”।

ছাত্রনেতা রুহুল আমিন বলেন, “আমরা চাই শুধু সরকার বা ব্যক্তি প্রতিষ্ঠান নয় এই সংকটময় সময় যেন সকলে এগিয়ে আসে। আমরা ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করি”।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত