2272
Published on এপ্রিল 20, 2020করোনাভাইরাসের কারণে ঘরবন্দী মানুষ দিন কাটাচ্ছেন চরম অনিশ্চতায়। সারা বিশ্ব এখন এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। বাংলাদেশও এর বাইরে না। মাগুরা জেলাতেও কর্মহীন অনেক মানুষের জীবন কাটছে অনিশ্চতায়। যারা এতদিন ছোটখাটো একটা কাজ করে সংসার চালাতেন তারাই বেশি বিপদে পড়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলেছেন এই দু:সময়ে একজন মানুষকেও না খেয়ে থাকতে দিবেন না উনি। সরকারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদেরও নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর। প্রধানমন্ত্রীর নির্দেশনা মাগুরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রেজা চন্দন জেলার পৌরসভার বিভিন্ন এলাকায় দুঃস্থ,গরীব ও কর্মহীন ৪০০ পরিবারের মাঝে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছেন।