নাটোরে সব বয়সের মানুষের জন্য সহায়তা দিলেন সদর আসনের সাংসদ

3195

Published on এপ্রিল 22, 2020

করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে কাজ হারিয়ে অনেক মানুষই বেকার। যারা জীবনে কোন দিন কারো কাছে হাত পাতেনি তারাও এখন চোখে অন্ধকার দেখছেন। তার উপর অসহায় ও ছিন্নমূল মানুষ তো রয়েছেই। কর্মহীন থাকায় অনেক পরিবারের আয়ও বন্ধ। এই অবস্থায় নাটোরে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। 

সদর ও নলডাঙা এই দুই উপজেলার কর্মহীন ২০,০০০ পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে প্রায় এক কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছেন। নাটোরে নিয়মিত করোনা মহামারিতে জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি, এখনও প্রতি ইউনিয়নে প্রতিদিন ১০০০ মানুষকে ত্রাণ প্রদানের কাজ চলছে৷ এর আগে শফিকুল ইসলাম শিমুল এম.পি নাটোর পৌর সভার প্রত্যেক ওয়ার্ডে নিম্ন আয়ের ৪০০ জন ব্যক্তির পক্ষে সরকারের দেয়া ১০ টাকা কেজির চালের দাম নিজে পরিশোধ করেন।

যেখানে নিজেদের দুবেলা খাবারের ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে মানুষের সেখানে শিশু খাদ্য জোগাড় করা তো রীতিমত দূরহ ব্যাপার। এজন্য নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক শিশুর জন্য দুধ, জুস, কেক, ওয়েফার, বিস্কুট, নুডুলস, টোষ্ট বিস্কুট, ঝালমুড়ি, চানাচুরসহ শিশু খাদ্য বিতরণ করেছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত