1852
Published on এপ্রিল 20, 2020করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়ে কাজ হারিয়ে অনেক মানুষই বেকার। যারা জীবনে কোন দিন কারো কাছে হাত পাতেনি তারাও এখন চোখে অন্ধকার দেখছেন। তার উপর অসহায় ও ছিন্নমূল মানুষ তো রয়েছেই। স্বল্প আয়ের মানুষ এবং কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে জরুরী খাদ্য সহায়তা এবং জীবানুনাশক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
রোববার বিকেলে রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকার তিতাস রোডে সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত একটি টিম ত্রাণ এসব মানুষের মাঝে জরুরী খাদ্য সামগ্রী এবং স্যানিটাইজার বিতরণ করেন।