শিবচরে ২৩০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন চীফ হুইপ

1908

Published on এপ্রিল 20, 2020
  • Details Image

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এর নির্বাচনী এলাকায় প্রায় ৩০ হাজারের বেশি মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর পর রবিবার (১৯ এপ্রিল) কাঁঠালবাড়ী ইউনিয়নে নতুন করে ২৩০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা।

শিবচর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা আওয়ামী লীগ সমন্বিত ভাবে এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। এবার চীফ হুইপের নির্দেশে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী মোহসেন উদ্দিন সোহেল বেপারী তার নিজস্ব অর্থায়নে আরো ২৩০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

গত শনিবার (১৮ এপ্রিল) ভোর থেকে শুরু করে রবিবার (১৯ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কাঁঠালবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন। ত্রাণের প্যাকেটের মধ্যে ছিল ১০ কেজি চাউল, ২ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ২টি সাবান, ১টি মাস্ক ও কিছু নগদ টাকা।

ছয়বার নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেন, আমার এলাকার জন্য ১৭৩ মেট্রিকটন চাল মজুদ আছে। পৌরসভায় আরো ৩ মেট্রিক টন মজুদ আছে। সুতরাং এই এলাকার মানুষের খাবার নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।

নিজ এলাকার ত্রাণ কার্যক্রমে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে নিজ এলাকায় চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদেরও ধন্যবাদ জানান চীফ হুইপ। তিনি জানান, স্থানীয় পর্যায়ে ২০ বেডের একটি আইসোলেশন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত