4009
Published on এপ্রিল 19, 2020করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও হতদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি নিশ্চয়তার লক্ষ্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নির্দেশে ৮ হাজার শিশুর মাঝে বাড়ি বাড়ি দিয়ে ‘আদর্শ বাড়তি খাবার’ নামে একটি কর্মসূচি চালু করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুল। উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌরসভা এলাকায় ১ হাজার শিশুর মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।
শনিবার দুপুর ১২টায় পাংশা ডাক বাংলো চত্বরে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুল।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম শফীউদ্দীন পাতা, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিপা নন্দী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দিপক কুন্ডু, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মারুফ।
শিশুখাদ্যের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া, বসুন্ধরা সুজি, চাল, ডাল, তেল, পিয়াজ, চিনি ও রসুন। এগুলো পর্যায়ক্রমে পাংশা উপজেলায় ৫ হাজর এবং বালিয়াকান্দি ও কালুখালীতে ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হবে।