1651
Published on এপ্রিল 19, 2020করোনা সংক্রমণ রোধে চাঁদপুর পৌর এলাকায় কর্মরত ১৮০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে বুট, রাবার গ্লাভস, বিশেষ পোশাক, মাস্ক ও গগলস্ বিতরণ করা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই যখন ঘরবন্দী তখনও কিছু মানুষকে কাজ করতে হচ্ছে। তাদের কাজের ধরণটাও একটু আলাদা অন্য সবার থেকে। তাদের কাজের উপরই আসলে নির্ভর করে আমাদের সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকা।
করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন ডাক্তার-নার্সসহ স্বাস্থ্য কর্মীরা। এর পাশাপাশি প্রশাসন, পুলিশ,আর্মিসহ এই যুদ্ধে সামনের সারিতেই রয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারাও এই যুদ্ধে মাঠে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
তাদের কথা মাথায় রেখে শিক্ষা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুরক্ষা সরঞ্জাম পেয়ে পরিচ্ছন্নতা কর্মীরাও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।