বান্দরবানে ৫ হাজার পরিবারকে সহায়তা দিলেন পার্বত্যমন্ত্রী

1107

Published on এপ্রিল 19, 2020
  • Details Image

করোনা সংক্রমণ মোকাবেলায় বান্দরবানে গৃহবন্দী লাখো মানুষ। এই পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল (১৮ এপ্রিল) শনিবার সকালে বান্দরবান রাজারমাঠে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫ হাজার পরিবারকে বিতরণের জন্য এই ত্রাণ সহায়তা গ্রহণ করে বান্দরবান পৌর ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য ল²ীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলামসহ বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, বর্তমান এই মহামারির সময়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। ঘন ঘন হাত ধোয়া আর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যতই ঘরে থাকবেন, ততই নিরাপদে থাকবেন, বাহিরে বের হওয়ার কোনো চেষ্টা না করার আহবান জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায়, তার জন্য আমরা গরীব ও অসহায় কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। মন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সুতরাং আমরা সবাই ঘরে থাকি সাবধানে থাকি, খাদ্য সহায়তা প্রয়োজন হলে ফোন দিলে প্রশাসন নিজ দায়িত্বে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিবে। আমাদেরকে ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি বলেন, কারো কাছে এই রোগের উপসর্গ দেখা দিলে দ্রæত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার এবং মহামারী করোনা দুর্যোগে সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে থাকার উদাত্ত আহবান।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত