বাগেরহাটে ৭ শতাধিক পরিবার পেল খাদ্যসামগ্রী

1003

Published on এপ্রিল 19, 2020
  • Details Image

বাগেরহাটের চিতলমারীতে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা ৭ শতাধিক কর্মহীন অসচ্ছল পরিবার ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকালে চিতলমারী সদর ইউনিয়নের বারাশিয়া এলাকায় খাদ্য সমাগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা ভাইস চেয়াম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস এম এস সোয়েল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

পরে প্যাকেটে করে চাল, ডাল, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় পন্য সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন পরিবারের বাড়ি পৌছে দেয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত