1129
Published on এপ্রিল 19, 2020ভোলার সদর উপজেলায় দুই দফায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ তোফায়েল আহমেদ।
রবিবার সকালে ভোলা সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে দ্বিতীয় দফায় ত্রাণ বিরতণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের কোনো দল নেই। দলীয় চিন্তা করে কেউ রিলিফ বণ্টন করবেন না। দলমতের ঊর্ধ্বে উঠে ত্রাণ বিতরণ করতে হবে। যারা দুস্থ। যাদের কিছু নেই তারা যেন সঠিকভাবে ত্রাণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
রবিবার দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়। এর আগে সাড়ে ছয় হাজার মানুষের মঝে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়।