সুনামগঞ্জে ১১০০ ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সাংসদ

1124

Published on এপ্রিল 19, 2020
  • Details Image
  • Details Image

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার এক হাজার ১০০ ভিক্ষুকের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক। ১৫ এপ্রিল বুধবার রাতে দুটি উপজেলার দুই জন ভিক্ষুকের বাড়ি গিয়ে তিনি দুই উপজেলার তালিকাভূক্ত সকল ভিক্ষককে ত্রাণ সহায়তা বিতরণ শুরু করেন। পরদিন সকালে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে সামাজিক দূরত্ব মেনে ভিক্ষুক ও রিক্সাচালকসহ শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

জানা গেছে, ছাতক পৌরসভার মোগলপাড়ার শারিরিক প্রতিবন্ধী ভিক্ষুক লাল মিয়া ও দোয়ারাবাজারের পশ্চিম নৈনগাঁওয়ের দৃষ্টি প্রতিবন্ধি ভিক্ষুক রহিম উদ্দিনের বাড়িতে গিয়ে সাংসদ প্রথমে নিজে খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়া নির্বাচনী এলাকার তিন হাজার ঠেলা, ভ্যান ও রিক্সা চালকের তালিকা করে খাদ্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেন তিনি। বুধবার থেকে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এই সহায়তা বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকালে ছাতক পৌরসভা, নোয়ারাই ইউনিয়ন, ইসলামপুর, কালারুখা ও ছাতক ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের ভিক্ষুক, ঠেলাগাড়ি, রিক্সা ও ভ্যান চালকদের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ প্যাকেট ডিটারজেন্ট ও ১টি সাবান তুলে দেন এই সংসদ সদস্য।

এর আগে গতকাল বুধবার দিনভর ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, চরমহল্লা, সিংচাপইড়, ভাতগাঁও, দোলারবাজার, জাউয়াবাজার ইউনিয়নের সহস্রাধিক ভিক্ষুক ও ঠেলাগাড়ী চালকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত