3792
Published on এপ্রিল 19, 2020করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সৃষ্ট দুঃসময়ে মানুষের কষ্ট লাঘবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কিছুদিন আগেই ঘোষণা দিয়েছেন কুমিল্লা শহরের অত্যাধুনিক দলীয় অফিসকে প্রয়োজনে করোনা আক্রান্তদের আইসোলেশন সেন্টার করার জন্য ছেড়ে দেওয়ার। মানুষকে সচেতন করতে নিজেই মাঠে নেমেছেন। শহরজুড়ে জীবনুনাশক ছিটাচ্ছেন নিজেই। ছুটে চলেছেন মানুষের দ্বারে দ্বারে। একজন মানুষও না খেয়ে থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে কাজ করে চলেছেন বিরামহীনভাবে।
মানুষকে বার বার আশ্বস্ত করছেন ভয় নেই। সবাই মিলেই জয় করবো করোনাভাইরাসের মহামারী।
সরকারী বরাদ্দের ত্রাণ কর্মহীন ও দিনমজুর অসহায় মানুষদের মাঝে সুষ্ঠু ব্যবস্থাপনায় পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজ উদ্যোগেও ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন এলাকার মানুষের কাছে।
সংসদ সদস্য বাহার এখন পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৯ হজার পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার জন্য ৪৪ হাজার পিছ সাবান, ২০ হাজারের বেশি ফেস মাস্ক বিতরণ করেছেন।
মধ্যবিত্ত বা কর্মহীন মানুষ যারা এই সময়ে বিপদে রয়েছে তাদের কাছেও তিনি খাবার পৌঁছে দিচ্ছেন। যারা চক্ষুলজ্জার ভয়ে মানুষের কাছে কোন কিছু চাইতে পারেন না তাদেরকে নিজের মোবাইল নাম্বার দিয়ে জানিয়েছেন এমন পরিস্থিতিতে কোন প্রকার সংকোচ না করে সরাসরি যেন তাকে ফোন করেন। উনি নিজে সবার ঘরে খাবার পৌঁছে দিবেন। নিজের ফেসবুক পেজের ইনবক্সেও কেউ খাবার সাহায্য চেয়ে ম্যাসেজ করলে তিনি তাদেরকেও খাবার পৌঁছে দিচ্ছেন।