1056
Published on এপ্রিল 18, 2020করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। গতকাল শুক্রবার সকালে তার পক্ষ থেকে তিন হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তার ত্রাণ বিতরণ করা হয়েছে।
সূত্র জানায়, গতকাল শুক্রবার (১৭ এপ্রিল)) সকালে জামালপুর শহরের খেজুরতলা এলাকায় সংসদ সদস্যের বাসভবনে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে কর্মহীন তিন হাজার মানুষের মাঝে বিতরণ করার জন্য তিন হাজার ত্রাণের ব্যাগ বণ্টন করে দেন প্রভাষক মো. মাহফুজুর রহমান ও মাসুদ রানা। প্রতিটি ব্যাগে পাঁচ কেজি চাল, এক কেজি করে আলু, ডাল, পেঁয়াজ ও লবণ রয়েছে।
এ সময় জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগরে সহ-সভাপতি মো. এমাদুল হক ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন কর্মহীন দরিদ্র মানুষদের উদ্দেশে বলেন, ‘দয়া করে আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে ঘরে থাকুন। আপনাদের জন্য ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাবার নিয়ে চিন্তা করবেন না। কোনো মানুষকে না খেয়ে কষ্ট পেতে দিব না।’
এ সময় করোনাভাইরাস মোকাবেলায় তিনি সবাইকে সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
সৌজন্যেঃ কালের কণ্ঠ