1096
Published on এপ্রিল 18, 2020করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে চলমান সাধারণ ছুটি জন্য স্থবির হয়ে পড়েছে সাধারণ জনগণের জীবন। এতে করে কর্মজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন। এমন অবস্থায় কর্মহীনতা যেন তাদেরকে ফেলে দিয়েছে কঠিন সংকটে। চলমান সংকটাপন্ন অবস্থায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা আনছার আলী।
জানা যায়, চলমান সংকটে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ইতিমধ্যে তার নিজ উদ্যোগে ১২ হাজার ২ শত দরিদ্র, অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউন চলমান অবস্থায় রয়েছে। আর এমন পরিস্থিতিতে বিপদে পড়েছে দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষ। তাই সবকিছু বিবেচনা করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে রূপগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আনছার আলী গত ২৩ মার্চ থেকে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
খাদ্য সামগ্রী দরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেয়ার বিষয়ে আনছার আলী বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।