মধ্যবিত্তদের জন্য পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ

1518

Published on এপ্রিল 18, 2020
  • Details Image

মধ্যবিত্তদের জন্য টাঙ্গাইলের বাসাইল পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকার মধ্যবিত্ত পরিবারের গৃহকর্তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা দিচ্ছেন। স্থানীয়রা মেয়রের এই উদ্যোগকে বিপদের সময়ে ভরসা হিসেবেই দেখছেন এলাকার বাসিন্দারা।

মেয়র রহিম আহমেদের স্বেচ্ছাসেবকরা জানান, মেয়র ব্যক্তিগত ত্রাণ সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে বলেছেন। সম্প্রতি তিনি আমাদের বাসাইল উপজেলা বিশেষ করে পৌর এলাকার মধ্যবিত্তদের নামের তালিকা করে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করার জন্য নির্দেশ দেন। সংগ্রহকৃত ওই সব গৃহকর্তাদের মোবাইল নাম্বারে কল করে কুশলাদির আলাপচারিতার মধ্যেই তাদের সহযোগিতা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে। পরে কোনো এক সময় প্রনোদনা উপহার হিসেবে এক কেজি চিড়া, এক কেজি মসুর ডাল, এক কেজি চিনি, একে কেজি লবণ, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সরিষার তেল, এক প্যাকেট করে টোস্ট বিস্কুট ও চাপাতা, আধা কেজি আদা, আধাকেজি রসুনসহ বিভিন্ন উপকরনের একটি প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, এই দুঃসময়ে দুইশ মধ্যবিত্ত পরিবারকে প্রনোদনা উপহারের ব্যবস্থা করেছি। আসন্ন পবিত্র রমজানেও উপকরণগুলোর সামান্য পরিবর্তন করে ওইসব পরিবারগুলোকে দেওয়া হবে। মধ্যবিত্ত পরিবারগুলো সম্মানের ভয়ে তাদের সমস্যার বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনা বলেই গোপনে তাদের ঘরে এসব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

তাছাড়া এসকল সহযোগিতা পেতে যেকোন পরিবার গোপনে কল করার জন্য একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। সেখানে কল করলেও তাদের ঘরে প্রনোদনা উপহার পৌঁছে দেওয়া হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত