গুরুদাসপুরে দিনমজুরদের পাশে স্থানীয় আওয়ামী লীগ

1465

Published on এপ্রিল 18, 2020
  • Details Image

গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় চৈতালি হাটে মেয়র কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৬ নম্বর ওয়ার্ডের ৭০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী ও আওয়ামী লীগ নেতা সমাজ সেবক আব্দুল কাদের।

করোনায় ঘরবন্দি হয়ে পড়েছেন গুরুদাসপুরের মানুষ। দিন মজুরদের ঘরে খাবার নেই। এতে করে পরিবার পরিজন নিয়ে সমস্যায় পরছেন তারা। শ্রমজীবী এসব মানুষদের সহায়তায় গঠন করা হয়েছে মেয়র কল্যাণ ট্রাস্ট।এই ট্রাস্ট থেকে দুস্থদের জন্য ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত