ফ্রি অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে নিত্যপণ্য নিয়ে মানুষের পাশে যুবলীগ

3570

Published on এপ্রিল 18, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই মাঠে রয়েছে দেশের সবচেয়ে বড় যুব সংগঠন যুবলীগ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে নাগরিক সচেতনতায় প্রথমে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। পরবর্তীতে লকডাউন শুরু হওয়ার পর থেকে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের খাদ্য সহায়তার হাত বাড়িয়েছে সংগঠনের নেতাকর্মীরা। এর পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি সবজি দোকান খুলেছেন তারা। রাজধানীতে যুবলীগ ২৪ ঘন্টার জন্য জরুরী অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সম্পূর্ণ ফ্রিতে। ০১৭১৫৩৮৫৪৯৮, ০১৭১১১০১৫২৬,০১৭১১১৫৮৯৭১,০১৭১২০৪১০০৮ এবং ০১৭৫৩৪৮২৮০৬ এই নাম্বারগুলোতে কল করলেই সেবা মিলবে যুবলীগের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ১৫ই এপ্রিল প্রতিটি জেলা ও মহানগর কমিটিকে নির্দেশ দিয়েছেন ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য কমিটি গঠন করতে। এই ত্রাণ কমিটিগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

যুবলীগ এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তাঁর নিজের মহল্লা ৩১০ দক্ষিণ মনিপুরের অসহায় খেটে খাওয়া দিন মজুরদের মাঝে ৫ কেজি চাল , ২ কেজি ডাল , ২ কেজি আলু , খাদ্য সামগ্রী বিতরণ করেন । এছাড়া তিনি মহল্লাবাসী , বাড়ী মালিক সমিতি , মসজিদ কমিটির সদস্যগনের সঙ্গে আলোচনা করে তাঁর এলাকার সকল দিন মজুর , রিক্সা চালকের লিস্ট করা এবং আপদকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী যতাসময়ে পৌঁছানোর ব্যবস্হা করেছেন।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন খাঁন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কর্মহীন প্রায় ৪০০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। অন্যদিকে মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ভারপ্রাপ্ত মাইন উদ্দিন রানা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজার নেতৃত্বে রাজধানীর সবুজবাগ, গেন্ডারিয়া ও কদমতলী থানার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

যুবলীগের দক্ষিণের সহ-সভাপতি মোরসালিন আহমেদ, জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ, গাজী সরোয়ার বাবুসহ অনেকেই ব্যক্তিগত তহবিল থেকেও কর্মহীন, ছিন্নমূল অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দক্ষিণ যুবলীগের সভাপতি ভারপ্রাপ্ত মাইন উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রেজাউল করিম রেজা জানান, কেন্দ্রের নির্দেশে আমরা সাধ্যমতো গরীব-অসহায় দুঃখী কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। অনেকেই আছেন যারা লোকলজ্জার ভয়ে খাবার চাইতে পারেন না। আমরা তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি।

রেজা আরও জানান, সংগঠনের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি। সাধ্যমতো খাবার পৌঁছে দিচ্ছি। এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি।

সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা সেই কাজটি করছি।

আরেক সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, লকডাউন শুরু থেকেই আমার নিজ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী দিচ্ছি। যতদিন প্রয়োজন ততদিন সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো।

উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে আমরা প্রথমে সচেতনতামূলক কাজ যেমন মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, প্রচারপত্র বিলি করেছি। পরে লকডাউন শুরু হওয়ার পর থেকে মানুষের মাঝে খাবার বিতরণ শুরু করেছি। সংগঠন হিসেবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবেও প্রায় সাড়ে চার হাজার পরিবারকে খাবার পৌঁছে দিছি। এ কাজ অব্যাহত থাকবে। মানুষ মানুষের জন্য।

ঢাকা মহানগর উত্তরের ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর হোসেন ফ্রি সবজি দোকান খুলেছেন। এতে বিভিন্ন প্রকার শাক-সবজি রেখেছেন। তিনটি ভ্যানে করে ওই দোকানের পিছনে একটা সাইনবোর্ড লেখা আছে, আমরা আমাদের সাধ্যমতো রেখেছি, আপনারা নিদিষ্ট পরিমাণ নিয়ে যান।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতারা।

গাজীপুর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার আরও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি রাতে আঁধারে বাড়ি বাড়ি গিয়ে দরজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

কেন্দ্রীয় যুবলীগের আহবানে কোভিড -১৯ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝে চট্রগ্রাম উত্তর জেলা যুবলীগ ত্রাণ বিতরণ করেছে।

যুবলীগের আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরায় সাবেক ছাত্রনেতা ওয়াহিদ পারভেজ কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেছেন।

কেন্দ্রীয় যুগলীগের নির্দেশনা মোতাবেক ফরিদপুর জেলা যুবলীগ ত্রাণ বিতরণ করেছে।

সফল রাস্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখা কোভিড -১৯ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

নিম্ন আয় ও কর্মহীন মানুষের পাশে সিলেট মহানগর যুবলীগ ভিন্ন ধরনের সাহায্য নিয়ে হাজির হচ্ছে। তারা মানুষের মাঝে ত্রাণ ও সবজি বিতরণ করেছে।

নওগাঁ জেলা যুবলীগ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

কুমিল্লা মহানগর যুবলীগ সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝে খুলনা মহানগর যুবলীগ ত্রাণ বিতরণ করেছে।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাধারন মানুষের মাঝে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ৫০ নং ওয়ার্ড যুবলীগ ত্রাণ বিতরণ করেছে।

নিম্ন আয়ের মানুষেল মাঝে নোয়াখালী জেলা যুবলীগ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

ভোলাতে জেলা যুবলীগ নিম্ন আয় ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গাজীপুর মহানগর যুবলীগ ছিন্নমূল মানুষ, রিক্সা চালক, দিনমজুর এবং অসহায় মানুষের মাঝে জরুরী খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের ব্যক্তিগত উদ্যোগে ঘরবন্দী সমাজের ৪ শতাধিক অসহায়, ইমাম-মোয়াজ্জিন ও ইজিবাইক শ্রমিকদের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের সামনে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্যদের হাতে ১০০ প্যাকেট,জেলা ইজিবাইক মালিক সমিতির শ্রমিকদের হাতে ১০০ প্যাকেট ছাড়াও অন্যান্য সদস্যদের হাতে আরও ২০০ প্যাকেট খাবার তুলে দেয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত