1383
Published on এপ্রিল 18, 2020করোনা ভাইরাস প্রতিরোধে হতদরিদ্র মানুষ এখন কর্মহীন। আর এই কর্মহীন মানুষের সহায়তায় সরকার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে থাকার আহবান মেনে কাজিপুরে নিশ্চিন্তপুর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া নৌকা মালিক-শ্রমিক, জেলে ও দুঃস্থদের ২৫০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল এবং সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে একটি করে সাবান ও এক কেজি আলু।