দু:সময়ে ৫০ হাজার দরিদ্র মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

3225

Published on এপ্রিল 17, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image
  • Details Image

কোন যুদ্ধ নেই, সংঘাত নেই তার পরেও সারা বিশ্ব যেন স্থবির হয়ে আছে। দেশে দেশে ঠিক যেন যুদ্ধের প্রস্তুতি। হ্যাঁ, বর্তমান বিশ্ব এক যুদ্ধের মধ্য দিয়েই যাচ্ছে। শত্রু আমাদের অজানা। সারা বিশ্ব এখন এক প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। পৃথিবীর দেশে দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে সব দেশই মূলত স্থবির হয়ে গেছে। বাংলাদেশও এর বাইরে না। করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পরার আশংকায় ২৬ মার্চ থেকে চলছে দেশব্যাপী সাধারণ ছুটি। সরকারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে অনুরোধ করা হয়েছে এই সময়ে সবাই যেন ঘরে থাকে।

সামর্থবান মানুষ ঘরে থাকলে তাদের কোন অসুবিধা হবেনা হয়তো কিন্তু যারা নিম্ন আয়ের বা দিনমজুর তাদের তো আর ঘরে থাকলে চলে না। ক্ষুধার কাছে তো সব কিছুই নস্যি।

এই সংকটের সময় নিম্ন আয়ের বা সাধারণ দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। তাদের ন্যূনতম সঞ্চয়ও শেষ হয়ে গেছে। কিন্তু তাদের কে খাওয়াবে কাজ না থাকলে। এখন সারা দেশের অবস্থাই এরকম। এর ব্যতিক্রম না কেরানীগঞ্জও। এমন দু:সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের ৫০ হাজার নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের প্রতিদিনের খাওয়ারের ব্যবস্থা করেছেন।

প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য। এই কাজে প্রত্যক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগরে আহবায়ক শাহীন আহমেদ ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় একজন মানুষও না খেয়ে থাকবে না। তিনি সব সময় সে চেষ্টাই করেন। এই সংকটকালীন সময়ে কেউ তো আর শখ করে ঘরে বসে নাই। আমি এই এলাকার জনপ্রতিনিধি। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন আমার দায়িত্ব হলো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ালে তারা একটু ভরসা পাবেন যে, তারা এই লড়াইয়ে একা নন।'

এমন কাজে সমাজের সামর্থবান সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে নসরুল হামিদ বলেন, সংকটকালে একে অন্যের সমালোচনা না করে আসুন আমরা কাজে নেমে পড়ি। যার যার জায়গা থেকে কাজ করলেই এই সমস্যার সমাধান সকলে মিলে করতে পারবো। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংকটকালেই কিন্তু মানুষের মনুষ্যত্বের পরীক্ষা হয়। এখন আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো যোগ করেন তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত