997
Published on এপ্রিল 17, 2020প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের ব্যক্তিগত উদ্যোগে ঘরবন্দি সমাজের ৪ শতাধিক অসহায়, ইমাম-মোয়াজ্জিন ও ইজিবাইক শ্রমিকদের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের মল্লিকপুরস্থ উপজেলা পরিষদের সামনে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সদস্যদের হাতে ১০০ প্যাকেট,জেলা ইজিবাইক মালিক সমিতির শ্রমিকদের হাতে ১০০ প্যাকেট ছাড়াও অন্যান্য সংগঠনের সদস্যদের হাতে আরও ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।