1119
Published on এপ্রিল 17, 2020নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া আর্থিক সহায়তার চেক বিতরন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম।
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাওয়া ১৪জন রোগীর প্রত্যককে ৫০হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, করোনা ভাইরাসের কারণে এবার বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা আমরা করতে পারলাম না। তবে এই নববর্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রদান করা অসহায় রোগীদের জন্য আর্থিক সহায়তার উপহার হিসেবে এই চেক হস্তান্তর করলাম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য এবং রোগীরা যেন দ্রুত সুস্থ হয়ে যায় সে জন্য মহান রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে প্রার্থনা করি। আর আসুন করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই করনীয় বিষয়গুলো পালন করে আমরা নিজেরা বাঁচি অপরজনকে বাঁচাতে সহায়তা করি।
সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক