2146
Published on এপ্রিল 17, 2020করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় ও দিনমজুর ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও তার সহোদর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর মিরবক্সটুলা, নয়াসড়ক, কাজীটুলা ও আশপাশের এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এসব সহায়তা তুলে দেন তারা।
৫০০ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি লবণ, ১ কেজি ডাল, ১ টি সাবান বিতরণ করেন তারা।