জয়পুরহাটে দরিদ্রদের মাঝে সবজি বিতরণ করছে ছাত্রলীগ

1046

Published on এপ্রিল 17, 2020
  • Details Image

জয়পুরহাটে জেলা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দরিদ্র তিন শত জনের মাঝে সবজি বিতরন (কাঁচামরিচ, মিষ্টি লাউ শাক, করলা, বেগুন) করা হয়েছে। ১৫ এপ্রিল বুধবার সকালে ষ্টেশন রোডে এই সবজি বিতরণ করা হয়, এই কার্যক্রম প্রত্যেক দিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে।

জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, সরকার ও বিভিন্ন বে-সরকারি সংস্থা চাল,ডাল,আলু,তেল বিতরণ করছে, কিন্ত কোন সংস্থায় সবজি বিতরণ করছে না, একজন মানুষের ভাতের সাথে তরকারিও প্রয়োজন, এই বিষয় মাথায় রেখে আমাদের এই কার্যক্রম, যা প্রত্যেকদিন সকাল থেকে চলবে, সবাইকে একটি করে টোকন দেওয়া হয়েছে,তারা তিনদিন পর পুনরায় আমাদের কাছে আসলে সবজি পাবে।

এছাড়াও নতুন নতুন অসহায় ও দরিদ্র মানুষকে সবজি দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত