964
Published on এপ্রিল 17, 2020সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের প্রচেষ্টায় করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে কর্মহীন নিম্নআয়ের সহস্রাধিক মানুষ ত্রাণের আওতায় এসেছেন। সরকারি ত্রাণ তহবিল থেকে এই ত্রাণের চাল পাচ্ছেন সদর, বিশ্বম্ভরপুর, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নআয়ের মানুষরা।
আলহাজ মতিউর রহমান জানান, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫০ জন নিম্নআয়ের মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ধোপাজান চলতি নদী বালুমহালে কর্মরত আরো ১০০ জন শ্রমিকের তালিকা তৈরি করা হয়েছে ত্রাণ প্রদানের জন্য।
এছাড়া তাঁর প্রচেষ্টায় সুনামগঞ্জ সদর, দিরাই ও শাল্লা উপজেলায় দুই মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো শীঘ্রই গরিব, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেন, এই সংকটে করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে সরকার। সরকারের লক্ষ্য হচ্ছে, দেশের একজন মানুষকে না খেয়ে থাকতে না হয়। ইতিমধ্যে শিল্প ও কৃষিতে প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
সৌজন্যেঃ দৈনিক সুনামকন্ঠ