1285
Published on এপ্রিল 17, 2020করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও ছিন্নমূল ১০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া শুরু করেন তিনি।
জেলা পরিষদ এর পক্ষ থেকে ৫ হাজার শ্রমজীবী ও ছিন্নমূল পরিবার ও ব্যাক্তিগত পক্ষ থেকে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল আলু পেঁয়াজ।
আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রা বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জের শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে। কাজ করতে না পারার কারণে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। সরকারের পাশাপাশি আমরাও চেষ্টা করছি কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে।
এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।