জাফলং ইউনিয়নে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

727

Published on এপ্রিল 17, 2020
  • Details Image

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের কর্মহীন দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ইউনিয়ন ছাত্রলীগ নেতা।

করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্বই এক অসহনীয় দুর্ভোগের মাঝে সময় পার করছেন।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশও এর মোকাবেলায়।

তাই হোম কোয়ারেন্টিনে থাকা মানুষজনের মধ্যে খাবার সংকট দেখা দেওয়া অস্বাভাবিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার নানামুখী উদ্যোগের মাধ্যমে সকলের কাছেই খাবার পৌঁছে দিচ্ছেন। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন সমাজের সহৃদয় ব্যক্তিবর্গও। এরই অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে সোমবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাকের ব্যক্তিগত উদ্যোগে ১৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাক জানান, কোভিড-১৯ সচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই মানুষ খাবার পেয়ে ঘরে থাকুক।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত