1515
Published on এপ্রিল 17, 2020কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে কর্মহীন অসহায়দের কথা ভেবে কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার ড. সেলিম মাহমুদের ব্যক্তিগত তহবিল হতে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ থেকে প্রতিটি ইউনিয়নে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
কচুয়া উপজেলার সবক'টি ইউনিয়নে ১ হাজার ২শ' পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়।
ড. সেলিম মাহমুদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।