1994
Published on এপ্রিল 17, 2020মৌলভীবাজারের বড়লেখায় কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বড়লেখা উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের উদ্যোগে প্রায় ১২০০ পরিবারে ফ্রিতে সবজি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বড়লেখা পৌর শহরের মধ্যবাজারে এই ফ্রি সবজি বিতরণ শুরু হয়। দুপুর ১২টা থেকে বিতরণ চলে বিকেল ৩টা পর্যন্ত। ১২০০ পরিবারের মধ্যে ১ কেজি করে আলু, টমেটো ১ কেজি, বাঁধা কপি ১টি, ১ কেজি বেগুন, ১ কেজি ঢেঁড়শ, ২৫০ গ্রাম কাঁচা মরিচ ও ১০০ গ্রাম ধনে পাতা বিতরণ করা হয়।
বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন মুঠোফোনে বলেন, ‘করোনায় অঘোষিত লকডাউনে দিনমজুর মানুষ কাজ কর্ম করতে পারছে না। তারা অনেক বিপাকে আছেন। তাই তাদের এই সংকটকালে আমরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রায় ১২০০ পরিবারের মানুষকে ফ্রিতে সবজি দিয়েছি। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’