1408
Published on এপ্রিল 17, 2020ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগ সভাপতি মো. আলী আজমের নিজ উদ্যোগে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ শত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে, নাটাই ইউনিয়নের সিন্দুর উরা গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুল আলম। প্রত্যেক কর্মহীন মানুষকে চাল, পিঁয়াজ, ডাল, তৈলসহ নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হকসহ স্থানীয় লোকজন।