2471
Published on এপ্রিল 16, 2020করোনা পরিস্থিতিতে থমকে গিয়েছে এলাকার খেটে খাওয়া মানুষের জীবন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ার কারনে নিম্নবিত্তের মানুষেরা দিশেহারা, অসহায়। লকডাউনের কারনে বাইরে যান চলাচল বন্ধ থাকার ফলে অনেকে দ্রুত রোগী নিয়ে যেতে পারছেন না হাসপাতালে।
এই মানুষদের কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান। মার্চের ৩০ তারিখ এলাকার ১০ হাজার দিনমজুরদের মধ্যে চাল বিতরণ করেন তিনি।
একই সাথে করোনা মোকাবেলায় দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি নতুন অ্যাম্বুলেন্স হাসপাতালে হস্তান্তর করেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।
উপজেলায় ১২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রীও সরবরাহ করেছেন এই উপজেলা চেয়ারম্যান। ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল করে নিরাপদ ব্যবস্থায় প্যাকেট করে ত্রান দিয়েছেন। ৩৫০টি পিপিই ও দিয়েছেন। আর এই কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            